মেহেদী হাসান নয়ন,হরিদাস কাটি প্রতিনিধি:
“একসাথে কাজ করুন, হাত ধরে এগিয়ে যান”—এই প্রতিপাদ্য নিয়ে ফিউচার ওয়ার্ল্ড কোম্পানির সহযোগিতায় মনিরামপুর সার্ভিস স্টেশনের উদ্যোগে দাতব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মুন্সি খানপুর গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে সার্ভিস স্টেশনের দাতব্য অনুষ্ঠানে ফিউচার ওয়ার্ল্ড কোম্পানির পরিচালক ও মনিরামপুর সার্ভিস স্টেশনের সিনিয়র ম্যানেজার ফরহাদ হোসেন রাজুর সভাপতিত্বে।কোম্পানির সিনিয়র ম্যানেজার ও মনিরামপুর সার্ভিস সেন্টারের প্রধান সহকর্মী মোঃ শরিফুল ইসলাম ও দ্বিতীয় সহকর্মী মোঃ আরিফ হোসেনের সার্বিক সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মনজুর রহমান, বিশেষ সহযোগিতায় ছিলেন ফিউচার ওয়ার্ল্ড কোম্পানি।
দাতব্য কার্যক্রমে ৪০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রতিটি পরিবারকে প্রদান করা হয়েছে—
৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি পিয়াজ। ও ৫০ জন এতিম শিশুর মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।