
আশিক বিশ্বাস বাগেরহাট:
বুধবার (৮ অক্টোবর ) সকালে কচুয়া উপজেলা মোল্লাবাড়ি নামক স্থানে মোড়েলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক আছাদুর রহমানকে চাপা দেয়।
এতে ওই শিক্ষক গুরুতর আহত হয় ও বাসটি সড়কের পাশে পড়ে যায় এই ঘটনায় পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আহত শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত শিক্ষক মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখী দোলা পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি বাসের নিচে পিষ্ট হয়।