
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আগামী 1,লা নভেম্বর অর্থাৎ 14,ই কার্তিক 1432, বাংলা, শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইসলামী জলসা অনুষ্ঠিত হতে চলেছে। স্হান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে উত্তর ঘোলা জামে মসজিদের সন্নিকটে দগরাতলা ময়দানে।
বর্তমান পরিস্থিতি তে সাধারণ মানুষ কে দ্বীনের দাওয়াত ও দ্বীনের জ্ঞান অর্জন করতে এবং সমাজ সংস্কৃতি পরিবর্তন করতে ও যুবক সমাজকে দ্বীনের আলোয় আলোকিত করতে এই ইসলামী জলসার আয়োজন করা হয়েছে।
এই জলসা টি পরিচালনা ও সহযোগিতা করেছেন উত্তর ঘোলা গ্রাম বাসি এবং দোকানদার এবং সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রতিবছর ন্যায় এই বছরও দ্বীনের দাওয়াত ও দ্বীনের আলোয় আলোকিত করতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিম বাংলার বিশিষ্ট মাওলানা ও আলেমগণ।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উত্তর ঘোলা জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা আবু দাউদ সাহেব।
এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত ইসলামী পন্ডিত হজরত মাওলানা মুফতি রজব আলী সাহেব বসিরহাট উত্তর চব্বিশ পরগনা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আব্দুল রহমান সাহেব পীরতলা এবং তরুণ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা জাকারিয়া আলমপুরি সাহেব হাওড়া। এছাড়া উপস্থিত থাকবেন স্হানীয় আলেম ওলামা।এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করবেন বিশিষ্ট সমাজসেবী জনাব সাফিউল্লা মোল্লা।
কি ভাবে আসবেন জলসায়,
মগরাহাট থেকে ট্রেনে নেমে অথবা দেউলা ও নেতড়া এবং উস্তি থেকে ঘোলার মোড়ের কাছে বাম্পার কাছে পাকা রাস্তায় নেমে দুই মিনিট হাঁটে দগরাতলা ময়দান
মনিহারি দোকান ও অন্যান্য দোকান বসানো কঠোর ভাবে নিষিদ্ধ
মহিলাদের আলাদা বসার ব্যবস্থা রয়েছে।