
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় পালিত হচ্ছে মহা নবমীর দেবী দূর্গার পূজা।
এই মহা নবমীর দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে অনাথ শিশুদের মাঝে তুলে দেওয়া হল নতুন জামা কাপড় এবং পরিবেশন করা হয় ছোট ছোট বাচ্চাদের জন্য গরম গরম লুচি আর আলুর দম সহ বিভিন্ন পদের তরকারি।
আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আশুতি কালীতলা থানার অন্তর্গত রামকৃষ্ণ মিশনের অধীনে বেদান্ত আবাসনের প্রায় একশত অধিকের বেশি ছোট ছোট বাচ্চাদের হাতে পূজা উপলক্ষে নতুন জামা কাপড়। সেই সঙ্গে তাদের সঙ্গে শেয়ার করা হয় মহা নবমীর আনন্দ।এর আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে বৃদ্ধ আশ্রমের বয়স্ক পিতা মাতা সম বয়সী মানুষের মধ্যে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। এবং তাদের কে দূর্গা পূজার সময় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে নিয়ে যান ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এবং তাদের কে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ।
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে বেদান্ত আবাসনের ছাত্র ও ছাত্রীদের নিয়ে মহা নবমীর দিন উৎসব পালন করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে এবং কালীতলা আশুতি থানার আই সি এবং মহেশতলা এবং কালিতলা আশুতির এস ডি পি ও সহ অন্যান্য ডায়মন্ড হারবার জেলা পুলিশের কর্মকর্তারা।