
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সারা ভারতের সঙ্গে বাঙ্গালীর প্রিয় উৎসব দুর্গাপূজা পালিত হচ্ছে মহাসমারোহে।আজ মহা ষষ্টি দিনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে গরীব অসহায় পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ।
এদিন ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে গরীব মানুষের ছোট ছোট বাচ্চাদের হাতে পূজা উদযাপন করার জন্য নতুন জামা কাপড় এবং বড়দের জন্য ধুতি কুর্তা এবং মহিলাদের জন্য শাড়ি তুলে দেওয়া হয়।এই মহৎ কাজে হাত দিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং ডায়মন্ড হারবার বিধান সভার সদস্য শ্রী পান্না লাল হালদার সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন প্রায় শতাধিক মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। সেই সঙ্গে গরীব মানুষের যাতে দূর্গা উৎসব পালন করতে পারে তার জন্য সবধরনের সহযোগিতা করছেন।
এবং সিভিক পুলিশের পরিবারের সদস্যদের কে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়।এর মাধ্যমে দূর্গা পূজার সময় সকলের কাছে আনন্দময় হয়ে এই মহৎ উদ্দেশ্য ও অনুষ্ঠানটি।