
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে এক সাবেক আনসার-ভিডিপি দলনেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ লুৎফর রহমান (৬০), পিতা মৃত এরশাদ আলী গাজী, সাং সিরাজসিংহা, ১১নং রামনগর ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন আনসার-ভিডিপির সাবেক দলনেতা।
তিনি অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার মোঃ হাবিবুর রহমান রিপু (৩৫) ও অজ্ঞাতনামা কয়েকজন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে স্থানীয় কিছু লোককে আনসার-ভিডিপিতে ডিউটিতে দেওয়ার প্রলোভন দেখান। এ সময় প্রতিজনকে এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এমনকি সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা প্রচার করে হয়রানি করার ভয় দেখানো হয়।
লুৎফর রহমান আরও জানান, এ ঘটনায় তিনি চরম আতঙ্কে রয়েছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। ঘটনার বিষয়ে তিনি আনসার-ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর থানায় অভিযোগ করেন।