
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ মহালয়া দেবী পক্ষের আগমন। প্রতি বছরের ন্যায় এবারও মহা আনন্দে মেতে উঠতে চলেছে দূর্গা পূজা। দেশ ও দেশের বাইরে থেকে সাধারণ মানুষ দেবী দুর্গার আরাধনা ও শুভকামনা চাইতে দেবী দুর্গার পূজা করতে হাজির হয় মন্ডপে। ইতিমধ্যেই পূজা উদযাপন উপলক্ষে সাজ সাজ রব তৈরি হয়েছে সারা দেশে।
বিশেষ করে পশ্চিম বাংলার বাঙ্গালী জাতির কাছে দূর্গা পূজা উদযাপন অতি উৎসাহী।মহা পঞ্চমীর দিন থেকে পূজা মন্ডপে ভীড় উপচে পড়তে থাকে।তাই নয় দূর্গা পূজার দশমীর দিন পর্যন্ত কলকাতা ও কলকাতার শহরতলীর বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ করতে হয়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের ব্যাবস্থা নিতে হয় পুলিশ প্রশাসনের। ইতিমধ্যেই পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে কোথাও কোন সমস্যা ও আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়ার। পকেটমার ও চুরি এবং ছিনতাই ও ইভটিজিং রুখতে কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্ডপে মন্ডপে সাধা পোশাক এর গোয়েন্দা পুলিশ থাকবে। সেই সঙ্গে পুলিশ বাহিনী কে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন। পশ্চিম বাংলার দার্জিলিং এর পাহাড় থেকে শুরু করে গঙ্গা সাগরের বুকে তৈরি হয়েছে দূর্গা পূজা।এই অনুষ্ঠান যাতে সাধারণ মানুষ উপভোগ করতে পারেন তার জন্য সবধরনের ব্যাবস্থা নিয়েছেন পশ্চিম বাংলা সরকার। সেই সঙ্গে প্রতিটি জেলায় পুলিশ সুপার কে নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তার জন্য সবধরনের সহযোগিতা কামনা করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন দে বলেন যে আগামী দূর্গা পূজা সময় কোন অপ্রীতিকর ঘটনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট কারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন যে প্রতিটি মানুষ যাতে দূর্গা পূজা উপভোগ করতে পারে তার জন্য সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ও ইভটিজিং কারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।