
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ রবিবার বিকাল ৪টায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে, ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে মাঠ দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি ডাক্তার মোঃ বদরুদ্দীন এর সভাপতিত্বে শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি অফিসার মোঃ শাহারিয়ার কবির, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজালা উপসহকারি কৃষি অফিসার, উপস্থিত ছিলেন ৯নং ঝাঁপা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ছাড়াও ঝাঁপা গ্রামের গণ্যমান্য সুধীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অথিতি এবং বিশেষ অথিতি মহাদয় পেঁপে প্রদর্শনীর উপর বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করে পেঁপে চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করেন। অথিতিবৃন্দ আরও বলেন যে পেঁপে চাষ সরকারি ফসল এবং স্বল্প খরচে একটা লাভজনক ফসল, এই কথা বলেই চাষিদেরকে পেঁপে চাষের প্রতি উৎসাহিত করেন। সব শেষে সভাপতি মহাদয় চাষিদেরকে পেঁপে চাষে উৎসাহিত করে সকলের দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।