
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানাতে একটি রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে।
এই রক্তদান কর্মসূচি তে প্রায় শতাধিক পুলিশ কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা তাদের মূল্যবান রক্ত দান করেন। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উস্তি থানা এলাকায় প্রায় শতাধিক নারী ও পুরুষ তাদের মূল্যবান রক্ত দান করেন।
প্রতিবছর ন্যায় এই বছরও উস্তি থানার পক্ষ থেকে এই রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবন বাঁচাতে একটু রক্তের যখন প্রয়োজন হয় তখন এক ফোঁটা রক্ত তাদের জীবন বাঁচাতে সাহায্য করে।
অসহায় মানুষের জীবন বাঁচাতে এবং দেশের নিরাপত্তা বাহিনী ও বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা করতে সীমান্ত পাহারাদার সেনাবাহিনী সদস্যদের জীবন বাঁচাতে সাহায্য করে এই মূল্যবান রক্ত। থ্যালাসেমিয়া রোগীর জীবন বাঁচাতে যখন রক্তের প্রয়োজন হয় তখন এই মূল্যবান রক্ত তাদের জীবন বাঁচাতে সাহায্য করে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং মগরাহাট থানা ও উস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী রাজু সোনকার এবং উস্তি থানার ওসি আব্দুল মারজান সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এই অনুষ্ঠানে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক আলী ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা ও হরিহর পুর গ্রাম পঞ্চায়েতেরজ প্রধান রাইহান লস্কর এবং কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃনমূল দলের নেতা সাদেক হোসেন ও উস্তি ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।