
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন দে নেতৃত্ব অভিযান চালিয়ে ধরা হয়েছে কয়েক টন খোকা ইলিশ।
সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই খোকা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে পশ্চিম বাংলা সরকারের অধীনে মৎস্য বিভাগ এর পক্ষ থেকে। তার পর ও কিছু অসাধু ব্যবসায়ী নদী ও সাগর থেকে ছোট খোকা ইলিশ মাছ ধরতে যাচ্ছে। এবং তা ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে। এমন ঘটনা র খবর পেয়ে ডায়মন্ড হারবার মহাকুমা র নগেন্দ্র বাজার এলাকা থেকে প্রচুর পরিমাণে খোকা ইলিশ মাছ উদ্ধার করে পুলিশ। এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ।
এই ঘটনার পর বিক্ষোভ কর্মসূচি পালন করে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে, তাদের দাবি যে আমরা মোটেই ছোট খোকা ইলিশ ধরছিনা। বরং পুলিশ আমাদের কাছ থেকে টাকা পয়সা তুলছিল ও বেআইনি তোলা তুলছিল যা আমরা না দেওয়ায় তারা আমাদের বিরুদ্ধে এই ব্যাবস্থা নিয়েছেন।এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় ছোট ছোট খোকা ইলিশ মাছ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
এমন ঘটনা যদি ঘটে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ।