
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ভিডব্লিউবি (ভার্নারাবুল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচি ২০২৫-২০২৬ জন্য উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ শুরু হয়েছে।
আজ রবিবার সকাল ১১ ঘটিকায় মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদে শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলার সভাপতিত্বে এসময় ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস উক্ত ইউনিয়নের বরাদ্দকৃত ২০৪ টি কার্ড নিজ হাতে বিতরণ করেন।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের বরাদ্দকৃত ভিডাব্লিউবি কার্ড দেশের অন্যান্যস্থানের ন্যায় দারিয়াপুর ইউনিয়নেও বিতরণ করা হচ্ছে।
এখানে কোন ধরনের অনিয়ম ও দূর্নীতি করা হয়নি। সচ্যতার মাধ্যমে অনলাইন ভিত্তিতে কার্ড গুলো তৈরি করে স্ব-স্ব উপকারভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
যারা কার্ড পায়নি তাদেরকেও পরবর্তীতে কার্ডের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অবহিত করা হবে বলে প্রধান অতিথি গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস জানান ।