মোহাম্মদ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক:
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার মুক্তমঞ্চে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহিদুল শিক্ষা নিলয় আয়োজিত “সম্মাননা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ধাঁপা ইউনিয়ন বিএনপি'র বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান আর উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবকগণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং রাজগঞ্জ বাজারের গণ্যমান্য,রাজনৈতিক ব্যক্তিবগ ও প্রিন্টও ইলেকট্রিক মিডিয়া।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিক্ষা নিলয়ের পরিচালক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি শিক্ষক মোঃ বাপ্পি আনোয়ার
কর্মসূচির শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। তাদের এ সাফল্যে অভিভাবক ও শিক্ষকরাও গর্ব প্রকাশ করেন।
একইসঙ্গে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অভিভাবকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। শিক্ষকরা জানান, অভিভাবক-শিক্ষক সমন্বয়ের মাধ্যমেই শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা, মনন ও চরিত্র গঠনে শরীর শিক্ষা নিলয় অনন্য ভূমিকা রাখছে। সম্মাননা প্রদান এবং অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।”
এছাড়াও বক্তারা শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে শরীর শিক্ষা নিলয়ের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামী দিনে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।