Friday, September 5, 2025

ভারতের মুসলিমদের উপর হু’মকি ব’রদাস্ত নয় ক’ড়া বার্তা পীর গোলাম ই’স্তারশি’দের

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ সারা বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মিলাদুন্নবী পালিত হচ্ছে। সেই পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে জুলুসে মুহাম্মাদি উপলক্ষে আয়োজিত মহাসমারোহে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব র হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি ও হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটি এবং হিমচি গ্রামের বাসিন্দাদের পক্ষে থেকে জুলুসে মুহাম্মাদি পালন করা হয়।এই জুলুসে মুহাম্মাদি মিছিল পরিসমাপ্তি র ঠিক আগে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খানকা খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম ইস্তারশিদ আল কাদেরী সাহেব বলেন যে আমাদের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ আজ সারা দেশে হুমকির সম্মুখীন হতে চলেছে। তাদের জান মাল ও সম্পত্তি দখল এবং তাদের মসজিদ দরগা এবং মাদ্রাসা এবং খানকাকে বেদখল করতে চাইছে বিজেপি ও তার দোসরদের সরকার।এর জন্য আমাদের কে সতর্ক থাকতে হবে।তাই নয় এস আই আর ও এন আর সি তৈরি করে ভারত থেকে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে বিতাড়িত করার চক্রান্ত শুরু হয়েছে।

কিন্তু যারা এই রকম চাইছে, তাদের জেনে রাখা উচিত যে ভারতের কয়েক হাজার মাওলানা ও মুফতি এবং ইসলামী পন্ডিতের জীবনের বলিদানের মাধ্যমে আজ ভারতের স্বাধীনতা অর্জন করেছে। সেই সঙ্গে তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আজ ভারতের স্বাধীনতা আনতে বড় বড় ভূমিকা পালন করেছে।তাই তাদের উচিত অগ্র পাচাৎ থেকে শিক্ষা নিয়ে ভারতের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা। আমরা শান্তি প্রিয় মানুষ আমারা চাই ভারতের মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ বন্ধুত্ব পূর্ণ ভাবে কাজ করছে।

সেই সঙ্গে ভারতের ইতিহাস মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কখনো দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেনি।তাই মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ওয়াকফ সম্পত্তি দখল ও তাদের অধিকার ও জান মালের উপর হামলা হলে আমরা চুপ করে বসে থাকবো না। সর্বশেষে তিনি সকল মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের কাছে আবেদন করেছেন। এবং বিশ্বের শান্তি তে দোয়া করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও হিমচি মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব এবং হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি মোসারফ হোসেন মন্ডল এবং ইমরান হাসান মন্ডল এবং হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি সদস্যরা এবং হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির সদস্যরা এবং গ্রামবাসীরা।

জুলুসে মুহাম্মাদি মিছিল শেষে বিশ্বের সকল শান্তি প্রিয় মানুষের জন্য দোয়া করেন পবিত্র খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুরের রাজগঞ্জে শহিদুল শিক্ষা নিলয় সম্মাননা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

মোহাম্মদ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার মুক্তমঞ্চে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহিদুল শিক্ষা...

সিরাজগঞ্জ ২০ কেজি গাঁ”জাসহ ০১ জন মা”দক ব্যবসায়ী গ্রে’ফতার

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ...

বিএনপি নেতা আমিরুলের বি’রুদ্ধে সংবাদ প্রকাশে তোল’পাড় বিভিন্ন মহলে দৌ’ড়ঝাঁ’প

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ওরফে...

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং বেলতলা বাজার শাখার শুভ উদ্বোধন

শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাচ্ বাংলা ব্যাংক ব্যাংকিং এজেন্ট বেলতলা বাজার শাখার শুভ উদ্বোধন...