
মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি:
উত্তরপ্রদেশে সুবিচারের আশায় থানায় গেলে পিছিয়ে পড়া সমাজের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে—এমনই নিন্দনীয় ঘটনা সামনে এলো আম্বেদকর নগর জেলার কাটকা থানায়।
পিড়িতা পুনিতা যাদব, যিনি পশ্চিমবঙ্গের সোনারপুরের বাসিন্দা ও পিছিয়ে পড়া সমাজের মেয়ে, অভিযোগ করেছেন যে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও এফআইআর নথিভুক্ত করা হয়নি। শুধু তাই নয়, থানার এক আধিকারিকের দ্বারাও তিনি নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ।
অভিযোগ নিয়ে পুনিতা যাদব বারবার আম্বেদকর নগর জেলার এসপি থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিকদের দ্বারে দ্বারে ঘুরলেও পুলিশের কোনো সাহায্য পাননি। শেষমেশ নিরুপায় হয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রী রামদাস আটোয়ালের দ্বারস্থ হন।
পিড়িতার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শোনার পর স্তম্ভিত হন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বিষয়টি অবগত করেন এবং লিখিতভাবে হস্তক্ষেপ করার অনুরোধ জানান।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী যেখানে নারী সুরক্ষা ও নারী ক্ষমতায়নের কথা বলেন, সেখানে বিজেপি পরিচালিত যোগী সরকারের রাজ্যে থানাতেই যদি নারীরা লাঞ্ছিত হন, তবে প্রশ্ন উঠছে।