কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
প্রতিবছর ন্যায় এই বছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে জুলুসে মুহাম্মাদি। তত্ত্বাবধানে পরিচালিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব র হিমচি নবগ্রাম অঞ্চলের মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি ও হিমচি নবগ্রাম অঞ্চলের বাসিন্দারা।
গত বছর বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত মহাসমারোহে উপস্তিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব সৈয়দ শাহ হজরত মাওলানা গোলাম মুস্তারশিদ আলকাদেরী ও তার ছোট ভাই পীর সাহেব সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা গোলাম ইস্তারশিদ আল কাদেরী। এবং ভারতের বিভিন্ন যায়গায় থেকে আগত বহু আলেম ও ওলামারা।এই বছরও আগামী 5,ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস উপলক্ষে উপলক্ষে আয়োজিত মহাসমারোহে উপস্তিত থাকবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীরসাহেবরা।
এই জুলুসে মুহাম্মাদি হিমচিতে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে জুলুস পালন করেন এবং একটি বৃহৎ মিছিল বের করে হিমচি হয়ে উত্তর ভাগ থেকে রামনগর ও ফুলতলা হয়ে বারুইপুর পূর্ব র সূর্যপুর হয়ে নবগ্রাম অঞ্চলের মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত মাদ্রাসা প্রাঙ্গণে উপস্তিত হবে।এই মিছিলে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন হিমচি মন্ডল পাড়া মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি মোসারফ হোসেন মন্ডল। তিনি আরো বলেন যে আগামী 7,ই সেপ্টেম্বর মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত মাদ্রাসা প্রাঙ্গণে একটি মহফিল এর আয়োজন করা হয়েছে বিশ্ব নবী দিবস উপলক্ষে।
এই সভায় পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় থেকে কয়েক হাজার মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ উপস্থিত হবেন এবং তারা দোয়া করবেন।এই মাহফিলে, উপস্থিত থাকবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সাহেব এবং হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত এর সভাপতি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম মুস্তারশিদ আল কাদেরী ও সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন তার ভাই পীর সাহেব সৈয়দ শাহ সুফি গোলাম ইস্তারশাদ আল কাদেরী।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর মরহুম হজরত মাওলানা শাহ সুফি কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী র স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এই দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া চাইতে কয়েক হাজার মুরিদ ও ধর্ম প্রাণ মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ জড়ো হয়। তাদের জন্য তাবারুক এর ব্যাবস্থা করেন হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি সদস্যরা এবং হিমচি গ্রামের বাসিন্দারা।
মূল অনুষ্ঠান টি দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মী ও হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি মোসারফ হোসেন মন্ডল।