
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ এক বড়সড় প্রচারক চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে পাঁচ প্রতারক কে। এই সব প্রচারক বিভিন্ন সময়ে নিজেদের কে সি বি আই ও ইডি এবং সি আই ডি অফিসার হিসেবে তুলে ধরেছিলেন সাধারণ মানুষের কাছে এবং বিভিন্ন বিজনেস এর সাথে যুক্ত ব্যক্তিদের কাছে। খবর যায় ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে কাছে। তিনি কালবিলম্ব না করে এই প্রতারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এবং তদন্ত নেমে ডায়মন্ড হারবার জেলা পুলিশ জানতে পারে যে কিছুদিন আগে এই প্রতারকদের দল ডায়মন্ড হারবার পৌরসভার 14 নাম্বার ওয়ার্ডে একটি এস আই সি নামে ভূয়া অফিস খোলা। এবং এর মধ্যে ফাল্গুনী চ্যাটার্জী বলে এক প্রতারক নিজেকে সি বি আই অফিসার হিসেবে উপস্থিত করে নতুন অফিসের উদ্বোধন করেন।এর পর তার অধীনে আরো চার জন প্রচারক যুক্ত হন।তারা হলেন দ্বীপ বর্মন এবং সুজাউদ্দিন ও জামাল উদ্দিন সহ আরো একজন। এদের পান্ডা হিসাবে কাজ করছিল ফাল্গুনী চ্যাটার্জী। অবশেষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে এই প্রতারকদের। সেই সঙ্গে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে নামে ভূয়া এ্যাকাউন্ট খুলে বিভিন্ন যায়গায় থেকে টাকা পয়সা তুলছিল কিছু প্রচারক। ডায়মন্ড হারবার জেলা পুলিশের সাইবার ক্রাইম রেকর্ডস ব্যুরোর তৎপরতায় ভারতের রাজস্থান রাজ্যের আলওয়ার ও ভরতপুর থেকে দুই ব্যাক্তি কে গ্রেপ্তার করা হয়। তাদের নাম আরিফ ও আব্দুল হাকিম। এরা ভূয়া এ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের ভয় দেখিয়ে টাকা পয়সা তুলছিল। কিছুদিন আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে কাছে খবর যায় যে উস্তি থানার এক সিভিক পুলিশ রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে তোলাবাজি করছে এবং তাদের কে ভয় দেখিয়ে টাকা পয়সা তুলছিল।এই ঘটনার তদন্ত নেমে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে উস্তি থানা এলাকায় থেকে গ্রেপ্তার করে সারফরাজ সর্দার নামে এক সিভিক পুলিশকে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ কে অপরাধ মুক্ত করতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে। তাকে সাহায্য করছেন ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ।
তারিখ 26/08/2025, মঙ্গলবার বেলা সাড়ে ছয়টা