
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড অধীনে উস্তি গ্রাম পঞ্চায়েতের অধীনে চারটি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম বাংলার সরকারের গন উন্নয়ন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আজ সকাল থেকে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আগত নারী ও পুরুষ তাদের মূল্যবান বিভিন্ন বিষয় নিয়ে এবং অন্যান্য অভাব ও অভিযোগ পত্র নিয়ে উপস্থিত হন। এবং সেই সব অভিযোগে এবং তার সমাধান করতে এগিয়ে আসেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ইতিমধ্যেই পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই জনমুখী কর্মকাণ্ড।
এই কর্মসূচি তে রয়েছে সাধারণ মানুষের জন্য কৃষি সম্প্রসারণ এবং স্বাস্থ্য পরিষেবা ও গ্রামীণ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পানীয় জলের ব্যবস্থা এবং শিক্ষা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং কন্যাশ্রী ও রূপশ্রী এবং যুবশ্রী সহ বহু জনমুখী কর্মকাণ্ড।এই কর্মসূচি র মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছেন। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উস্তি গ্রাম পঞ্চায়েত কে জনমুখী কর্মকাণ্ড তুলে ধরতে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করেছে। এবং প্রতিটি গ্রামে প্রায় দশ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে সাধারণ মানুষের জন্য জনমুখী কর্মকাণ্ড। আজ সকাল থেকেই ভারি বর্ষণ কে উপেক্ষা করে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয় এই অনুষ্ঠানে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক আলী ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড আধিকারিক আসিফ ইকবাল এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও তৃনমূল দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড সদস্য সাবনাম শারিখা এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী জ্যোৎস্না হাজরা। আজকের এই অনুষ্ঠানে আগত অতিথিদের ও উপস্তিত সকল সাধারণ মানুষ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উস্তি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।
তিনি বলেন যে আগামী দিনে আরো চব্বিশ টি গ্রামের বাসিন্দা মধ্যে পশ্চিম বাংলা সরকারের এই জনমুখী কর্মকাণ্ড তুলে ধরা হবে।।