মণিরামপুর প্রতিনিধিঃ
১৬ই আগস্ট শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৬ টা পর্যন্ত হিউম্যান এইড ফাউন্ডেশনের আয়োজনে মণিরামপুর খাটুয়া ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল নয়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত থেকে ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন, এমবিবিএস (রাজশাহী)এম আর সি এস (রয়েল কলেজ অফ সার্জন, ইংল্যান্ড) পিজিটি (জেনারেল সার্জারি) যশোর ইবনেসিনা হসপিটালের আরএমও ডাক্তার তানভীর আহমেদ।
ফ্রি মেডিকেল ক্যাম্প,ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তবিবুর রহমান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।তিনি জানায় আমরা ২০১৯ সাল থেকে করোনা কালীন সময় থেকে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য,সংগঠনের কার্যক্রম শুরু করি।
সেই থেকে আনরা বিভিন্ন সময় রাস্তা সংস্করণ, নলকূপ বিতরণ,সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলমান রেখেছি।আগামী দিনে আমরা আবাসন, ও শিক্ষা খাত নিয়ে কাজ করবো।আজ আমাদের খাটুয়া ডাঙ্গা বাজারে প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প,ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করেছি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মণিরামপুর দুর্বডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম,আলোছায়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কামাল হোসেন। হিউম্যান এইড ফাউন্ডেশনের সক্রিয় কর্মী হাসানুর,তরিকুল, আব্দুল্লাহ,হাবিল,,ইকরামুল,হাসিব ওমর,তাজ্জামুল ও অন্যান্য সদস্য।এছাড়া আরো উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক, তহিদুল ইসলাম সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার সমাজসেবক।