ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ ভারতের জাতীয় ঊন্নআশি তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে বলেন যে আগামী তে ভারতের উন্নয়ন ও বিকাশের মাধ্যমে বিশ্বের সেরা হিসেবে তুলে ধরতে হবে। তার জন্য ভারতের একশো পঁয়তাল্লিশ কোটি মানুষকেই এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন যে আগের থেকে ভারত অনেক এগিয়ে গিয়েছে অর্থনৈতিক এবং বানিজ্যিক সমৃদ্ধ ও বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে। সেই সঙ্গে কৃষি সম্প্রসারণ এবং স্বাস্থ্য পরিষেবা ও বিজ্ঞান একযোগে কাজ করেছে। দেশ সামরিক শক্তি তে আর কাউকে ভয় পায়না।
দেশের নিরাপত্তা বাহিনী ভারতের রক্ষা করতে সবসময় পাশে রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্হাপনের ক্ষেত্রে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক উন্নত হয়েছে। দেশের বিকাশ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
আজ সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অমর শহীদ স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এর পর দিল্লীর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু দেশের নৌ ও বিমান এবং স্হল বাহিনীর সদস্যদের কাজ থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন। সেই সময় দেশ ও বিদেশের কূটনৈতিক ব্যাক্তিরা উপস্তিত ছিলেন। এবং ভারতের জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
আজ ভারতের জম্মু কাশ্মীরের জাতীয় পতাকা উত্তোলন করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এবং জম্মু কাশ্মীর থেকে শুরু করে ভারতের মনিপুর রাজ্যে ও কন্যাকুমারী পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ সকালে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন তে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং রেড রোডে পশ্চিম বাংলার রাজ্যপাল এর সাথে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন। আজ রাজভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ বোস। পশ্চিম বাংলার আর পি এফ এবং সি আর পি নিজ নিজ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করে। পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস ও ডি এস পি শ্রী সৌম্য জ্যোতি রায় এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ নিজ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন যায়গায় ড্রোন ব্যবহার করা হয়। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আজ সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে ভারতের ঊন্নআশি তম স্বাধীনতা দিবস।