
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের ঘোলা নওয়াপাড়া গ্রামের উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি।
এদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এই কর্মসূচি টি র শুভ উদ্বোধন করেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক আসিফ ইকবাল এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক আলী মোল্লা।
উদ্বোধনের সময় মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন বলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা।এর মাধ্যমে পশ্চিম বাংলার সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন।এর মধ্যে শিক্ষা ও কৃষি এবং খাদ্য রেশন কার্ড এবং স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য পরিষেবা বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে ভোটার কার্ড এর নতুন নাম তোলার প্রস্তুতি এবং ভুল নাম ঠিক করা রয়েছে। কন্যাশ্রী ও রূপশ্রী কর্মসূচি রয়েছে।এই কর্মকান্ড এর মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষের তাদের সমাধান করতে পারবেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দপ্তরের কর্মধক্ষ্য এবং তৃনমূল কংগ্রেস এর নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর শিক্ষা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মধক্ষ্য সাবনাম শারিখা এবং এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেত্রী মমতাজ মাস কিনা এবং সাবেক উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান কুতুব উদ্দিন লস্কর এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য জামসিদুল ইসলাম সর্দার এবং সোহেল রামিজ হিরো এবং আলাউদ্দিন হালদার এবং আল আমিন লস্কর এবং আব্দুল ওদুদ হালদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ সহ উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের আধিকারিক শ্রী সুরজিৎ বিচালি ও অপরাজিতা রায় সহ অন্যান্য আধিকারিকরা। আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রায় কয়েক হাজার নারী ও পুরুষ।
এই অনুষ্ঠানে উপস্থিত ও আগত সাধারণ মানুষের অভিনন্দন জানিয়েছেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ মাস কিনা।