
১২ আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না।
এ উপলক্ষে বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার শপথ পাঠ, আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ, পুরস্কার প্রদান, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ৩৬টি গাছের চারা রোপণ, স্বেচ্ছায় রক্তদান এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় এডিস মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর ।
পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর নূরুন্নবী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, উদ্যোক্তা আনজুমান শায়লা মিম, শারমিন আরা প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।