
মনেয়ার ইমাম, ভারত বাংলা প্রতিনিধি:
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এক ও দুই নম্বর ব্লক জুড়ে আজ আরজিকর কাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথের দাবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় নারী নির্যাতন, সাম্প্রদায়িক বক্তব্য ও অন্যান্য সামাজিক অন্যায়ের বিরুদ্ধে একাধিক দাবি তোলা হয়।
সভায় জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করেন, যা ছিল চোখে পড়ার মতো। আট থেকে আশি—সব বয়সের মানুষই উত্তেজিতভাবে দাবি জানান, “এক বছর হয়ে গেল, কেন এখনো দোষীদের সাজা ঘোষণা হলো না? রাজ্য সরকার জবাব দাও, কেন্দ্র সরকার জবাব দাও।”
অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেন, যার মধ্যে ছিল—
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুনধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিনধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন
পথসভায় উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নানা ক্ষেত্রের বিশিষ্ট বুদ্ধিজীবীরা।