এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
অনলাইন অপরাধের ধরন,কারন ও প্রতিকার বিষয়ে শিক্ষার্থীদের বিশেষ দিক নির্দেশনা মূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সেচ্চাসেবী সংগঠন বনিতার আয়োজনে পৌর শহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার ১১ই আগষ্ট দুপুরে আয়োজিত এই সাইবার বুলিং সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্য অনলাইন অপরাধের প্রতিরোধ এবং প্রতিকারের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান।
সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সেমিনারে অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল,আইন সহায়তা কেন্দ্র মণিরামপুর শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, রোটারেক্ট ক্লাব অফ যশোরের সহ-সভাপতি রিফাত হোসেন প্রমূখ।
বনিতা ফাউন্ডেশনের পরিচালক মোঃ শরীফ মাহমুদের সঞ্চালনায় বনিতা ফাউন্ডেশনের এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বনিতা ফাউন্ডেশনের সভাপতি বর্ষা,সাধারণ সম্পাদক সাদিউজ্জামান মুনিম,সহ-সাধারণ সম্পাদক নুসরাত চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ভাবনা, সদস্য শারিয়ার হাসান সৌহার্দ্য, সামিয়া মিষ্টি এবং মাকসুদা প্রান্তি প্রমূখ।সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সাইবার বুলিং সেমিনার।