
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টারবি: বিল হরিণার পাড়ে জনতা গড়ে তোল একতা” এই স্লোগানকে সামনে রেখে, যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিল হরিণা বাঁচাও এর আহবানে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রেণি পেশার প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১০ আগষ্ট) বিকাল ৪ টার সময় বিদ্যালয়ে শ্রেণির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুল সাত্তার গাজী’র সভাপতিত্বে এবং বিল হরিণা বাঁচাও আন্দোলনে আহবায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন এর সঞ্চালনায় এবং সঞ্চালনায় সূচনা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কমিটির আহবায়ক খন্দকার আজিজুল হক মণি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষক নেতা ও সদস্য সচিব (বাপা) আবু সাঈদ ও আতিকুর রহমান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা অন্যতম নেতা অধ্যাপক প্যাভেল চৌধুরী সদস্য (বাপা)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শহিদুল আলম সদস্য (বাপা),জনাব শাহজান নান্নু যুগ্ন আহবায়ক (বাপা),ডা: আহসান হাবিব সদস্য যশোর জেলা কমিটি (বাপা) আসাদুজ্জামান আসাদ, নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় সভাপতি মুন্সি নাজমুল হোসেন, ফিরোজ হোসেন, মাসুদুর রহমান টিটো, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, শহিদুল ইসলাম সদস্য বাপা। আরও উপস্থিত ছিলেন, জলবদ্ধতায় কৃষক, গৌবন্দ বিশ্বাস, ছবুর গাজী, জোহর আলী, চান্দ আলী, আফজাল হোসেন রবিউল ইসলাম, আনোয়ার হোসেন বিশ্বাসসহ অর্ধশত কৃষকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপাা) জেলা কমিটি নেতৃবৃন্দ।
মত বিনিময় সভা পরিচালনায় ইসলাম মুন্না এবং কামরান হোসেন।