
খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক দাওয়াহ এ ইসলাহী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ইত্তেহাদুল উলামা আয়োজনে শনিবার বিকেলে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধান আলোচক ছিলেন মাওলানা মীর ইদরীস।
এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে মুফতি মাহমুদুল হাসান গুনবি, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি ইসমাইল, কওমী মাদরাসা ও উলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি, মুফতি রবিউল ইসলাম শামিম। বক্তব্য বক্তারা বলেন, বাংলাদেশে সকল মানবজীবনে ইসলাম প্রতিস্থাপিত হলে মানুষের কল্যাণে ও রাষ্ট্রের উন্নয়নে হবে, পার্বত্য এলাকার মানুষের শান্তি সম্প্রীতি বজায় থাকবে।
ভুল ধারণা নিয়ে ধর্ম প্রচার করে বসে আসছি কোরান শুধু মুসলমান জন্য নয় সকল সম্প্রদায় মানুষের জন্য। অমুসলিমদেরও ইসলামের দাওয়াত দেয়া এবং আমরা তাদের জান্নাতে রাস্তায় নিয়ে আসার অনুরোধ করবো। এসময় অনুষ্ঠিত কনফারেন্সে মসজিদে ইমাম ও শতশত মুসুল্লিরা উপস্থিত ছিলেন।