
মো. আল ইমরান, নিজস্ব প্রতিবেদক,
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় গতকাল সন্ধায় রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের তথ্য-প্রযুক্তি- গবেষণা সম্পাদক ও নারকেলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক আসিফ শাহরিয়ার শিহাব এর পরিচালনায় এবং রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ। বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক, অবসরপ্রাপ্ত টিএনটি কর্মকর্তা, রাজগঞ্জ ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটি সদস্য ও
খালিয়া এমএইচ মহিলা দাখিল মাদ্রাসা সভাপতি আব্দুল মজিদ।
আরো উপস্থিত ছিলেন
৯নং ঝাঁপা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাগর, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাজান সিদ্দিকী,
বিশিষ্ট সমাজসেবক শওকত হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনিরুজ্জামান, দোয়া পরিচালনা করেন রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আব্দুল গনি। অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ ও সাবেক ছাত্র মেহেদী হাসান শোভন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহিদ হাসান সাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনিরামপুরের প্রতিনিধি শরিফ মাহমুদ। উপস্থিত ছিলেন, জিয়া স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ সাদিক,
সহ-সাংগঠনিক সম্পাদক আদহাম হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক জুবায়ের হাসান, সমাজসেবা সম্পাদক আশিক আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান সুমন, অর্থ সম্পাদক অতুনু পারভেজ আপন, কার্যনির্বাহী সদস্য সাব্বির আহমেদ রনিসহ সকল সদস্য বৃন্দ