প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৭:৫৪ পি.এম
৩৬ জুলাই বার্ষিকিতে জামায়েত এর গ’ণমি’ছিল খাগড়াছড়িতে

৩৬ জুলাই ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ারের নির্ধারিত এ সমাবেশ শুরু হয়।
এরপর বর্ণাঢ্য মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরে মুক্তমঞ্চে সামনে শেষ হয়। এতে খাগড়াছড়ি জামায়াত, ছাত্রশিবির ও বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ২৯৮ নং সংসদীয় আসনের এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ পতন ঘটেছে। কিন্তু এখনো দুর্নীতি, চাঁদাবাজি, খুন-ধর্ষণ বন্ধ হয়নি। তাই আগামী লড়াই দুর্নীতির বিরুদ্ধে।’তিনি আরও বলেন, ‘শহীদের পরিবার ও আহতদের এখনো পুনর্বাসন করা হয়নি।
সমাবেশে খাগড়াছড়ি জেলা আমির সৈয়দ আব্দুল মমিন স্পষ্ট করে বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এবার আমাদের সংগ্রাম দুর্নীতি মুক্তির জন্য।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মিনাজুর রহমান,জেলার সহকারী- সেক্রেটার সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ খাগড়াছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন থানার নেতাকর্মীরা।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।