
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
দিনভর থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি আর বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া উপেক্ষা করে মণিরামপুর উপজেলা বিএনপির ১৭ ইউনিয়নের নেতা কর্মীসহ সাধারণ মানুষের বিজয় র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন নতুন এক রেকর্ড গড়েছে। বিগত দিনের তথ্য অনুযায়ী,রাজনৈতিক ইতিহাসে এর আগে মণিরামপুরে কোন জাতীয় দিবস উৎযাপনে রাজনৈতিক দলের এত সংখ্যাক নেতা কর্মীর অংশগ্রহণ দেখা যায়নি বলে আলোচনা শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীন নেতাদের কাছ থেকে।
তবে ঐতিহাসিক ৫ই আগষ্টের ১ম বর্ষপূর্তিতে জাতীয় এ দিবস উদযাপনে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু পন্থীদের অংশগ্রহণে আলাদা আলাদা স্থানে দিবসটি উপলক্ষে পৃথক ২টি আলোচনা সভা ও বিজয় মিছিল করতে দেখা গেছে।
জুলাই গণঅভ্যুত্থানের ৫ই আগস্ট আওয়ামী
ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের ১ম বর্ষপূর্তিতে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফিরোজা বুলবুল কলি।
উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক মোঃ মুক্তার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ মকবুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল হাই,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর প্রমূখ।
অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দক্ষিনমাথা বাসস্টান্ডে আয়োজিত আরেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য আবু মুসা।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবক্কর সিদ্দিক,এড.আব্দুল গফুর,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস সহ উপজেলা ও পৌর বিএনপি,ছাত্রদল,যুবদল,শ্রমীকদল,সেচ্চাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে নেতাকর্মী ও জনতার রেকর্ড পরিমান অংশ নেওয়া পৃথক ২টি বিজয় মিছিল যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর বাজারের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণের মধ্যদিয়ে ঐতিহাসিক ৫ই আগস্টের আনুষ্ঠানিকতা শেষ করে মণিরামপুর উপজেলা বিএনপি।