এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে জাতীয় দিবস ঘোষণা মোতাবেক আজ ৫ই আগষ্ট দেশব্যাপী নানান সব আয়োজনে সরকারি দপ্তর সহ বিভিন্ন সংগঠন,এমনকি রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যগে নিয়েছে বিভিন্ন কর্মসূচি।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সৈরাচার হঠাও একদফা আন্দলোনে আবু সাঈদ,মুগ্ধর মতো অগনিত শহীদদের রক্তে অর্জিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ৫ই আগষ্ট ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিলকে সফল করতে ৪ই আগষ্ট বিকালে যশোরের মণিরামপুরে প্রচারনা মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা বিএনপির মিডিয়া সেল হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী,মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের নির্দেশক্রমে,সোমবার বিকালে মণিরামপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্চাসেবক দল সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে মিছিলটি বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে ৫ই আগষ্ট বিজয় মিছিলে সকলের অংশগ্রহণের আহবান জানানোর মধ্যদিয়ে শেষ হয়।