
মোঃ লুৎফর রহমান লিটন ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকচালক মাসুদ মোল্লা (শরীয়তপুর) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার রাসেল, যার বাড়ি রায়গঞ্জ থানার নলকা গ্রামে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ
দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আব্দুল মোনেম
কোম্পানির মালবাহী ট্রাকটি ঘুড়কা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তায় পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মাসুদ মোল্লা নিহত হন এবং হেলপার রাসেল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহত হেলপারকে হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এ মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।