
মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুর পৌরশহরের ২৫৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা অভিযান ক্যাম্পেইন করেছে স্থানীয় সেচ্চাসেবী সংগঠন বনিতা ফাউন্ডেশন।
এই কার্যক্রমের আওতায় শিশুদের উচ্চতা ও ওজন পরিমাপ, নখ, ত্বক ও চুলের যত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন আয়োজনে ৩ আগষ্ঠ রবিবার বেলা ১২টায় সময় ২৫৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে মেতে ছিলো বনিতা ফাউন্ডেশনের সেচ্ছাসেবী সদস্যরা।
শিশুদের স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্য সচেতনতা অবলম্বনের পরামর্শ দিতে দেখা যায়, মণিরামপুর উপজেলা ব্যাপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছিন্ন মূল ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ধারাবাহিক কার্যক্রম করা স্থানীয় সংগঠন বনিতা ফাউন্ডেশনের তরুন সেচ্চাসেবীদের।
স্বাস্থ্য সুরক্ষার এ অভিযানে সেচ্চাসেবী সংগঠন বনিতা ফাউন্ডেশনের হয়ে দায়িত্বপালন করেন সদস্য সাদিউজ্জামন মুনিম, ইমন রসুল, নুসরাত চৌধুরী, অর্ণা, তাসপিয়া, রাকিব হোসেন, রিয়াজ উদ্দীন, আবিদ, মামুন, হুসাইন প্রমূখ।
প্রবাসী ফাহিম জামানের পৃষ্ঠ পোষকতায় রবিবারের স্বাস্থ্য সুরক্ষার অভিযান শেষে মাঝে আনন্দ ও উৎসাহ জোগাতে শিশুদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিশুর মাঝে উপহার বিতরণ করা হয় বলে জানিয়েছেন বনিতা ফাউন্ডেশনের শরীফ মাহমুদ।