
ডুমুরিয়া প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর জমিজায়গা বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে ইয়াসিন সরদার নামে এক ব্যক্তি জখম হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টার দিকে প্রতিপক্ষ মোঃ সেলিম শেখ(৪০),পিতা-মোঃ জব্বার শেখ,মোঃ ফজলুল সরদার(৫৫),পিতা-কাওছার সরদার, আলামিন সরদার (৩০),পিতা-আজিজ সরদার, সেলিম বিশ্বাস (৩২),পিতা-মফিজ বিশ্বাস উভয় সাং-শরাফপুর জমিজমার বিরোধের জের ধরে ইয়াসিন সরদার(৩৫),পিতা-আতিয়ার সরদার, সাং-শরাফপুর,উপ-ডুমুরিয়া,জেলা-খুলনা।
এর বাড়িতে প্রবেশ করে তাকে গালিগালাজসহ লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে মাথায় আঘাত লেগে সে মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।পরে রোগীর অবস্থা বেগতি দেখে পরিবারের লোকজন তাকে খুমেক হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।