
সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়াচর গ্রামের ১২ বছরের অর্ধ প্রতিবন্ধী নুপুর নামে এক কিশোরী কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়াছে প্রতিবেশী চাচা আসর আলী (৫০) এর বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম।
ভুক্তভোগী কিশোরী বলেন, গত ৩১ জুলাই ( বৃহস্পতিবার ) সকালে আমি বারান্দায় বসে ছিলাম তখন আমাদের বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী আছর শেখ আমার হাত ধরে টানাটানি করে ঘরে নিয়ে ধর্ষন চেষ্টা করে। তখন আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে আমার চাচা এগিয়ে আসলে সে আমাকে ছেড়ে পালিয়ে যায়।
প্রত্যাক্ষদর্শী ওই কিশোরীর চাচা মো. মামুন শেখ বলেন, ওইদিন সকালে আমি বাড়ির পাশের পুকুরে মাছের খাবার দিচ্ছিলাম তখন হঠাৎ আমার ওই ভাতিজির চিৎকার শুনে এগিয়ে যায় তখন আমাকে দেখে আছর শেখ পালিয়ে যায় এবং কিছুসময় পরে সে আমার কাছে এসে ক্ষমা চাই।
ভুক্তভোগী কিশোরীর ফুফু রত্না বেগম বলেন, আছর শেখ চরিত্রহীন লম্পট সে আমার ভাতিজিকে ধর্ষন চেষ্টা করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই আছর শেখ এর আগেও আমার আরেক ভাতিজিকেও ধর্ষন চেষ্টা করে তখন স্থানীয়রা শালিস করে তাকে পিটিয়ে মিমাংসা করে দেয়। আরএক প্রতিবেশী মহিলা রুবিয়া বলেন, আছর শেখ একজন চরিত্রহীন মানুষ সে প্রায় সময় বিভিন্ন সময়ে এধরনের অপকর্ম করে বেড়ায় আমরা তার শাস্তি চাই।
এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে আছর শেখ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।