Sunday, August 3, 2025

সিরাজগঞ্জ রায়গঞ্জে বিয়ের দাবিতে সন্তান নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে ৭ মাস বয়সী শিশু সন্তান নিয়ে অনশন করছেন এক তরুণী। উপজেলার ধামাইনগর ইউনিয়নের কোমরপুর গ্রামে প্রেমিক মিনহাজ হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার থেকে অনশন করছেন ওই প্রেমিকা।

সরেজমিনে গিয়ে জানা যায়, অনশনরত তরুণী উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার মেয়ে সুরাইয়া।

অনশনরত প্রেমিকা সুরাইয়ার সঙ্গে কথা বলে জানা যায়, ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। কিন্তু প্রেমিক মিনহাজ ও তার পরিবার মেনে না নেওয়ায় অনশন শুরু করেছেন তিনি। পূর্বে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত প্রেমিক একাধিকবার বিভিন্ন জায়গায় নিয়ে তার সঙ্গে রাত্রীযাপন করেছেন। কিন্তু বিয়ে করেননি। এর আগে প্রেমিকা সুরাইয়ার বিয়ে হয়েছিলো। সে ঘরেও রয়েছে ৫ বছর বয়সী একটা ছেলে সন্তান। গত ১ বছর আগে তার আগের স্বামী মারা যায়। তিনি আরো জানান, বিয়ের আগে থেকেই তাদের এ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি দাবি করে জানান, প্রেমিক মিনহাজ হোসেনের সাথে সম্পর্কের পর এক ছেলে সন্তান হয়েছে। যার বর্তমান বয়স ৭ মাস। বিয়ের কথা বলে ওই প্রেমিক সিরাজগঞ্জ শহরে নিয়ে গিয়ে নামাজের কথা বলে তিনি আর যোগাযোগ করেন নাই। পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ করে রেখে দেয়। কোন উপায়ন্তর না পেয়ে আমি মিনহাজের বাড়িতে তিন দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছি। এদিকে প্রেমিকা আসার পর মিনহাজ বাড়ি থেকে পালিয়েছেন।

এ প্রসঙ্গে প্রেমিক মিনহাজের বাবা জসমত আলী বলেন, ‘বিষয়টি নিয়ে আজকেও নেতাকর্মীদের কাছে গিয়েছিলাম। সমাধানের চেষ্টা চলছে। তার পরেও এই মেয়ে নাটক করতেছে। মেয়ের পরিবার আসতেছে না।’

গ্রামবাসীরা বলেন, ‘শুনেছি মেয়েটির সঙ্গে মিনহাজের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটির এলাকায় ওই ছেলে পড়াশোনা করতো। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার বিয়ের দাবিতে তিন দিন ধরে অবস্থান করছে।’ বিয়ে না দিয়ে একটি মেয়েকে এভাবে ঘরে রাখা ঠিক হচ্ছে না বলেও জানান তারা।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, ‘এ বিষয়টি জানা নাই’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ রায়গঞ্জে মহাসড়কে ট্রাক উ’ল্টে চালক নি’হত হেলপার গু’রুতর আ’হত

মোঃ লুৎফর রহমান লিটন ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় আব্দুল মোনেম কোম্পানির মালবাহী ট্রাকচালক...

মণিরামপুরে বনিতার স্বাস্থ্য সুরক্ষা অ’ভিযান

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর পৌরশহরের ২৫৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা অভিযান ক্যাম্পেইন করেছে স্থানীয় সেচ্চাসেবী সংগঠন বনিতা...

জী’বনের ঝুঁ’কি নিয়ে মহাসড়কের পাশে জুম্মার নামাজ পড়ছেন মুসল্লিরা

রতন শর্মা,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাশে হাউজিং মোড়,হাউজিং মোড়ের মহাসড়কের পাশে চার মাথায়...

ডুমুরিয়ায় জমি নিয়ে বি’রোধের জেরে প্রতিপক্ষের হা’মলায় আ’হত ১

ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর জমিজায়গা বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে ইয়াসিন সরদার নামে এক ব্যক্তি...