Friday, September 19, 2025

সিরাজগঞ্জ রায়গঞ্জে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে প্রায় শতাধিক পরিবার

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে প্রায় শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্ব পাড়া গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগের অভাবে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো এলাকা।

সরেজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, শতাধিক পরিবার অতিবৃষ্টির কারণে প্রায় সময় ধরেই পানিবন্দি অবস্থায় জীবনযাপন করেন।

পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ থাকায় জমে থাকা পানি ধীরে, ধীরে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই সাথে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে করে এলাকাটি অনেকটাই ভাগাড়ে পরিণত হয়েছে। একাধিকার উপজেলা ও ইউনিয়ন পরিষদে জানালেও কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই কেউ।

স্থানীয় বাসিন্দা রেজা আকন্দ, রেজাউল করিম বাবু, আব্দুল হামিদ, জাহিদুল ইসলাম জানান, দিনের পর দিন এভাবে বসবাস করায় অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ডায়রিয়া, চর্মরোগ, পেটের পীড়া ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার হার দিন দিন বেড়েই চলেছে।

তারা আরো বলেন, বর্ষা এলেই আতঙ্কে থাকি। সামান্য বৃষ্টিতেই বাড়ির আশপাশে পানি উঠে যায়। রান্নাবান্না, চলাফেরা, সব কিছুই অসম্ভব হয়ে পড়ে। আমাদের এলাকায় পানি বের হওয়ার পথে একটি কালবার্ট ছিলো। বর্তমানে কালবার্টটির মুখ বন্ধ হয়ে গেছে। এলাকায় জমে থাকা পানি কোন দিক দিয়ে বের হচ্ছে না। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, স্থায়ী সমাধানের জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে খুব শীগ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, খুব শীগ্রই আলোচনা করে কিভাবে জলাবদ্ধতা নিরসন করা যায় এ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

আমরা বর্তমানে চ্যালেঞ্জিং সময়ে আছি – ডিসি আজহারুল ইসলাম

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ  সমাজে ফিতনা, ফেসাত তৈরি করা মানুষ হত্যার চেয়ে বড় অপরাধ! ‎কর্মজীবনে যশোরে আসাটাও আমি মনে করি একটা...

কালীগঞ্জে জমি নিয়ে ভাগ্নের সাথে মামার প্র/তা/রণা 

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে ভাগ্নের কাছ থেকে টাকা নিয়ে জমি লিখে না দেওয়ার অভিযোগ উঠেছে...

কালীগঞ্জে জমি নিয়ে ভাগ্নের সাথে মামার প্র/তার/ণা 

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :  ঝিনাইদহের কালীগঞ্জে ভাগ্নের কাছ থেকে টাকা নিয়ে জমি লিখে না দেওয়ার অভিযোগ উঠেছে...

সাম্রাজ্যবাদ বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান 

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনের সাথে যৌথ সামরিক মহড়া,করিডোর, বন্দর, সমুদ্র, সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়া, অর্থনীতি শিল্প,কৃষি উৎপাদন মার্কিন নির্ভর...