Monday, August 25, 2025

রাজগঞ্জে সংঘর্ষে মণিরামপুর থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা

Date:

Share post:

মোঃ আল ইমরান,  রাজগঞ্জ অফিস, :

পূর্ববিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে যশোরের মণিরামপুরের রত্নেশ্বরপুর গ্রাম। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের শঙ্কায় নেমে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ০৯ জনকে আটক করেছে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র।

সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকাল ১১:৩০ টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯ জনকে আসামি করে মামলা করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো সুন্দলপুর গ্রামের  ১। মামুন অর রশিদ মিন্টু ,  ২। রিপন হোসেন   ৩। ফারুক হোসেন (৩৫),  ৪। সুমন হোসেন (২৭),   ৫। মোঃ সোহরাব হোসেন (৩০), ৬। মোঃ মতিয়ার রহমান (৬০),  ৭। মোঃ তৌহিদুর রহমান  ৮। মোঃ মাহাবুবুর রহমান, , ৯। মতলেব (৪৯)

৩১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ ১১:৩০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে , মণিরামপুর থানাধীন রত্নেশ্বরপুর সাকিনে জমা জমির বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হচ্ছে। এমন সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত স্থানে ০৪ (চার) টি গাছের সাথে ১। মামুন অর রশিদ মিন্টু (৪৭), ২। রিপন হোসেন (২৬), ৩। ফারুক হোসেন (৩৫), ৪। সুমন হোসেনদের রশি দিয়ে গাছের সাথে বেধে রাখা অবস্থায় এবং সকল জনতা উত্তেজিত দেখতে পাই। তাৎক্ষনিক সু-কৌশলে উভয় পক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার লক্ষ্যে বর্নিত ব্যক্তিদের উদ্ধারসহ অন্যান্য আসামীদের সু-কৌশলেপুলিশ। হেফাজতে নেয়।

ঘটনার সরেজমিনে জানা যায় জনৈক মোঃ সোহরাব হোসেন ও তার স্ত্রী আয়শা খাতুনদের চাষাবাদ করে রোপনকৃত ধানের চারা তার পতিপক্ষ মুছা ১। মামুন অর রশিদ মিন্টু (৪৭), ২। রিপন হোসেন (২৬), ৩। ফারুক হোসেন (৩৫), ৪। সুমন হোসেনসহ আরো লোকজন ঘটনাস্থলে আসিয়া জমিতে রোপনকৃত ধানের চারা তুলিয়া জমি দখলে নেওয়ার চেষ্টা কালে উভয় পক্ষের মধ্যে মারামারিসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন বলেন,
“এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”

যে কোন সময় উভয় পক্ষের মধ্যে খুন জখমসহ আইন শৃংখলার চরম অবনতি হওয়ার আশু সম্ভাবনা বিদ্যামান আছে। পরবর্তীতে তদন্ত করা হবে।

স্থানীয়রা জানান, সময়মতো পুলিশ উপস্থিত না হলে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারত। বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ শাহজাদপুরে সাব্বির হ’ত্যা মা”মলায় ৭ জনের যা”বজ্জী’বন ১৫ জনকে কা”রাদ’ন্ড

মোঃ লুৎফর রহমান লিটনসিরাজগঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতায় সাব্বির হোসেন হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের...

সিরাজগঞ্জ উল্লাপাড়ায়  মূ”ল্যবান ক”ষ্টি পা”থরের মূ’র্তিসহ দুই জন  গ্রে”প্তার

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২...

নড়াইলে লোহাগড়া উপজেলায় খা’ল থেকে ম”রাদে’হ উ”দ্ধার

 সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি: নড়াইলে লোহাগড়া উপজেলার কাম থানা এলাকার খাল থেকে (২৪) বছরের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার...

মণিরামপুরে দুই পরিবারের মা’রা’মারি’তে আ’হত ৬ থা’নায় অ’ভিযো’গ

মণিরামপুর প্রতিনিধি: যশোর মণিরামপুরে প্রাচীরের পাশে ভ্যান রাখতে নিষেধ করায়, বাড়ির মালিকের উপরে হামলায় নারী সহ আহত হয়েছেন একই...