
মোঃ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক, রাজগঞ্জ (অফিস ) :
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিতভাবে ক্লিনিক ও মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালানোসহ বিভিন্ন অনিয়মে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রথমে অননুমোদিতভাবে পরিচালিত সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়। একইভাবে লাইসেন্স ছাড়া পরিচালিত তফি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং দুটি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মুদি ব্যবসায়ী গৌতম রায়কে ২ হাজার টাকা জরিমানা এবং তার দোকান থেকে ৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ফজর আলীকে ২ হাজার টাকা জরিমানা এবং ৩ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী এক ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুম বিল্লাহ, এএসআই মো: হাফিজুর রহমান, কনস্টেবল নাজমুল হোসেনসহ পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিয়াজ মাখদুম বলেন,
“অননুমোদিত ক্লিনিক, অবৈধ পলিথিন বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান চলবে। স্বাস্থ্যসেবা ও ভোক্তাদের সুরক্ষার জন্য এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের নিয়মিত অভিযান বাজারের অনিয়ম কমিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে