
মো: আবু শাহান সেলিম মিয়া, রংপুর ব্যুরো।
রংপুর মহানগরীর ১২ নং ওয়ার্ড নজিরেরহাট বাজারে জননী মার্কেটে একটি দোকান আগুন পুড়ে ছাইঁ। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী দোকান মালিকের। সর্বস্ব হারিয়ে সম্ভাবনাময় একটি পরিবার এখন দিশেহারা। সোমবার (২৮ জুলাই) আজ দুপুর ১টার দিকে নগরীর নজিরেরহাট বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুদি দোকানী একরামুল বলেন, পাশের দোকানের ভিতর থেকে ধোঁয়া ও আগুন দেখে চিৎকার করলে পাশের দেকানদারা দৌঁড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায় অনেক সময় ধরে আাগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তার পরও কিছু মালামাল রক্ষা করতে পেড়েছি। ভুক্তভোগী রুপা সু ফেমাস প্রো: লেবু মিয়া বলেন, সারা জীবনের আয় রোজগার ও এনজিও’র টাকা দিয়ে সাজিয়ে ছিলেন স্বপ্নের দোকান। এই দোকানের আয় দিয়ে চলতো তার শিশু সন্তানের লেখাপড়া ও সংসার। ইলেক্ট্রিশিয়ান রাসেল আহম্মদ জানান, ধারণা করা হচ্ছে ফ্যানে বৈদ্যুতিক লুজ কালেশন থেকে আগুন লেগে সর্বস্ব পুড়ে গেছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট হাজিরহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।