
আরিফা হক,গাজীপুর প্রতিনিধি :
হত্যা চেষ্টা ও ছিনতাই মামলার প্রধান আসামি সেনাবাহিনীর সদস্য আনোয়ার হোসেন (সৈনিক নং ১২৩৮৩৬৭) এর বিরুদ্ধে কোর্ট মার্শালে বিচার করার জন্য আদেশ দিয়েছেন আদালত।
গত ১৭ জুলাই আনোয়ার হোসেন আদালতে হাজির হলে ভোলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসলিম আক্তার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানিতে আদালত পুনরায় জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলাটি ভোলা সদর থানার জিআর ৭৩/২৫ নম্বর মামলা (অভিযোগ: হত্যা চেষ্টা ও ছিনতাই)। মামলার তদন্তে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫৪৯ ধারায় ও “ফৌজদারি বিধি ও আদেশ (অধঃস্তন আদালতসমূহের কার্যবিধি ও পদ্ধতি) ২০০৯”-এর ৬৩ বিধি অনুসারে তাঁর বিচার কোর্ট মার্শালের মাধ্যমে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ লক্ষ্যে আদালত আদেশের অনুলিপি সেনা সদর দপ্তর, ঢাকা এবং ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের অধিনায়ক, চট্টগ্রাম বরাবর প্রেরণের নির্দেশ দেন।