সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ
জীবনের সংগ্রাম ও হতাশার অভিজ্ঞতা থেকেই সৌরভ বিশ্বাস উপলব্ধি করেছেন, মানুষের জীবনে সময়মতো একটি সহানুভূতির হাত কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তার ভাষায় “একজন মানুষের জীবনে যদি ঠিক সময়ে একটি সহানুভূতির হাত বাড়ানো যায়, তবে সে জীবন বদলে যেতে পারে। এই বিশ্বাসকে মূলধন করে তিনি কাজ করছেন নড়াইলের তরুণ সমাজের জন্য। প্রযুক্তিনির্ভর বর্তমান দুনিয়ায় যে দক্ষতা দরকার, তা বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন সাধারণ যুবসমাজের দ্বারপ্রান্তে।
সৌরভ বিশ্বাসের তত্ত্বাবধানে বর্তমানে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনসহ আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে, যাতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত যুবকরাও পিছিয়ে না পড়ে।
কেবল প্রশিক্ষণ দিয়েই থেমে থাকেন না সৌরভ। দক্ষ ও আগ্রহী শিক্ষার্থীদের জন্য তৈরি করে দেন কাজের সুযোগ। অনেকেই আজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফলতার সঙ্গে কাজ করছে, কেউ হয়ে উঠেছে সফল ইউটিউবার, কেউ পেয়েছে স্থায়ী চাকরির নিশ্চয়তা।
সৌরভ বিশ্বাস বলেন, “আমার নিজের জীবনেও একসময় ডিপ্রেশন, বেকারত্ব, হতাশা ছিল। আমি চাইলে খারাপ পথে যেতে পারতাম। কিন্তু তখন কেউ একজন আমার পাশে দাঁড়িয়েছিল। সেই একটি সহানুভূতির হাতই আমার জীবন বদলে দিয়েছে। আজ আমি চেষ্টা করছি সেই হাত হয়ে দাঁড়াতে নতুন প্রজন্মের জন্য।
তার মতে, একজন তরুণ তখনই বিপথে যায়, যখন সে নিজেকে পরিবার ও সমাজের চোখে ব্যর্থ মনে করে। আর তখনই প্রয়োজন হয় এমন একজন মানুষ, যে বলবে“তুমি পারবে। সৌরভ বিশ্বাস আজ সেই কণ্ঠস্বর, সেই ভরসার প্রতীক।
সৌরভ বিশ্বাস মনে করেন, শুধু চাকরির পেছনে ছুটে নয়—তরুণদের হতে হবে উদ্যোক্তা, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, আমার পরিবারে প্রচুর জমি-জমা আছে, চাইলে আরামে জীবন কাটাতে পারতাম। কিন্তু আমি বাইক নিয়ে ঘোরা নয়, মানুষের জীবনে আলো দিতে চেয়েছি। কারণ আমি জানি, একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য না করলে কিছুই বদলাবে না।
তার স্বপ্ন, তার এই প্রচেষ্টা একদিন আরও অনেক সৌরভকে তৈরি করবে, যারা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথিকৃত হবে।
তিনি আরও বলেন, আমি চিরকাল বাঁচবো না। কিন্তু যতটুকু ভালো আমার মধ্যে আছে, তা দিয়ে যদি কয়েকজন মানুষের জীবন বদলে দিতে পারি—তবে সেটাই আমার জীবনের সার্থকতা। এই চেতনায় ভর করেই পথ চলছেন সৌরভ বিশ্বাস।
বর্তমান সমাজে যখন তরুণ প্রজন্ম দিশাহীনতার মধ্যে দিন পার করছে, তখন সৌরভ বিশ্বাসের মতো কিছু মানুষ নিঃশব্দে গড়ে তুলছেন একটি প্রগতিশীল ও দক্ষ সমাজ। এমন মানুষদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।