
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক সি পি আই এম এর এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত একটি সেচ্ছায় রক্তদান কর্মসূচি র আয়োজন করা হয়।এই রক্তদান কর্মসূচি তে কয়েক শত মানুষ তাদের মূল্যবান রক্ত দান করেন।
প্রতিবছরের ন্যায় এই বছরও সি পি আই এম এর উস্তি ব্লক এরিয়া কমিটির অফিসে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট সমাজসেবী কমরেড শরৎচন্দ্র হালদার। তিনি বলেন এই মহৎ রক্তদান কর্মসূচি র মধ্যে দিয়ে আমরা অসহায় গরীব মানুষের কাছে পৌঁছে যাবো তাদের অতিপ্রয়োজনীয় রক্তের প্রয়োজনে। এবং ভারতের বহু মানুষ তাদের কে টাকা পয়সা র বিনিময়ে রক্ত কিনতে হয়।
অনেক গরীব অসহায়দের পয়সা থাকেনা রক্ত কেনার জন্য। কিন্তু আমারা তাদের কে সেই অভাব পূরণ করতে সহায়তা করবো। বিগত বামফ্রন্টের নেতা ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু গরীব ও দুঃস্থদের মানুষের অধিকার ও মর্যাদা এবং তাদের পাশে থেকে কাজ করে গেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। আমরা যারা বামপন্থী রাজনীতির আদর্শ বিশ্বাস করি তারা কমরেড জ্যোতি বসু দেখানো পথ অনুসরণ করে থাকি। বামফ্রন্টে সাধারণ নেতা ও কর্মীরা সাধারণ মানুষের জন্য সবসময় থাকে এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ভারতের উল্লেখযোগ্য ভাবে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তাদের সাহায্য আমরা এগিয়ে যাব। গরীব ও ক্ষেত মজদুর মানুষের পাশে থাকার জন্য আমরা কাজ করে যাব।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বামফ্রন্টের সম্পাদক মন্ডলীর সদস্য শাহনাজ মোকামী ও শ্রী চন্দ্র নাথ সর্দার জেলা কমিটির সদস্য এবং কমরেড গনেশ ঘোষ ও কমরেড কালিপদ ঘোষ এবং উস্তি ব্লক এরিয়া কমিটির সম্পাদক মন্ডলীর সম্পাদক মুজাহিদ কবির শিরয়ানী ও কমরেড কবিরুল ইসলাম ও কমরেড বাপ্পা ঘোষ এবং সব্যসাচী গাজী ও মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন ও কমরেড সাদা কাজী এই অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার পিপলস ব্লাড ব্যাংক থেকে সহায়তা প্রদান করতে এগিয়ে আসেন।
আজকের সভায় আগত অতিথিদের ও রক্তদাতাদের বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সি পি আই এম এর সম্পাদক মন্ডলীর সম্পাদক কমরেড শাহনেওয়াজ মোকামী।