Saturday, July 19, 2025

ভারতের কমিউনিস্ট নেতা ও আদিবাসী গ’ণহ’ত্যার প্রতিবা’দে স্মরণ ও প্রতিবা’দ সভা অনুষ্ঠিত

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক:

ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)’র সাধারণ সম্পাদক মহান মাওবাদী নেতা শহিদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(১৮ জুলাই) “শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে”গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই অপারেশন কাগারে শহিদ ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে অন্যায় যুদ্ধে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ কমরেড বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ এবং প্রতিবাদসভা শুরু হয়।

মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের সদস্য সচিব আফজালুল বাশার, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের স্টিয়ারিং কমিটির সদস্য রঘু অভিজিৎ রায়, শহিদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদের সদস্য সৈয়দ আবুল কালাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য খবির শিকদার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ঢাকা মহানগরের আহ্বায়ক নাঈম উদ্দিন , বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখার সংগঠক হিসাবে কবিতা পাঠ করেন সুমাইয়া শিকদার ইলাপ্রমুখ।

বক্তারা বলেন, ভারতে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি সরকার দ্বারা চালিত একটি নৃশংস সামরিক অভিযান “অপারেশন কাগার” এর মাধ্যমে মাওবাদী রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করা হচ্ছে। গত জানুয়ারি’২৪ থেকে চালিত এই সামরিক অভিযান দ্বারা ৪০০ জনেরও অধিক মাওবাদী নেতা-কর্মী এবং সাধারণ আদিবাসীদের হত্যা করেছে। ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই ধারাবাহিকতায় এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, মাওবাদীদের নেতৃত্বে আদিবাসীদের জল-জমি-জঙ্গল রক্ষার আন্দোলন গড়ে উঠেছে। সরকার তাদের এই ন্যায্য আন্দোলনকে কঠোর হস্তে দমন করে, আদিবাসীদের তাদের ভূমি থেকে উচ্ছেদ করে সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষাকারী বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষা করার স্বার্থেই একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
গত ২১ মে ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড বাসবরাজসহ ২৮ জনকে আটক করে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। তারপরও আরও গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় মাওবাদীদেরকে একই কায়দায় হত্যা করে এবং করছে। আমরা ফ্যাসিস্ট মোদি সরকার কর্তৃক চালিত এই সামরিক অভিযান অবিলম্বে “অপারেশন কাগার” বন্ধ করার দাবি জানাচ্ছি। ভারতসহ সারা বিশ্বের শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-ছাত্র-বুদ্ধিজীবীসহ সকল জনগণকে এই হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে লাল পতাকা, ফেস্টুন সজ্জিত মিছিলের মাধ্যমে স্মরণ এবং প্রতিবাদসভা সমাপ্ত হয়।

Previous article
কেন্দ্র ঘোষিত শ্রীপুর উপজেলা বিএনপি’র মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান। মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার সকালে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মেন ফটকের সামনে থেকে মৌন মিছিলটি বের হয় । মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে এসে দোয়ার অনুষ্ঠানে মিলিত হয়- দোয়ার অনুষ্ঠানে জুলাই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও পঙ্গুত্তদের প্রতি দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন খামারপাড়া মাদ্রাসার মুহতামিম হাবিবুর রহমান হাবিব । এসময় উপস্থিত ছিলেন,মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড আব্দুর রশিদ, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান । জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান । উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জিয়াউল হক ফরিদ । শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ( অন্তর ) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম মকিদ হাসান । উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান । এছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Next article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রংপুরে সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১,আহত অর্ধশতাধিক

  আবু শাহান সেলিম মিয়া, রংপুর।। রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে...

কেন্দ্র ঘোষিত শ্রীপুর উপজেলা বিএনপি’র মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান। মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর ...

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শ্রীপুর...

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নে’ই

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ  প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা...

মনিহার সিনেমা হলে ত’রুণীকে অ’জ্ঞান ক’রে স’র্বস্ব লু’ট অ’ভিযুক্ত পরিচিত বন্ধু

স্টাফ রিপোর্টার: যশোর শহরের মনিহার সিনেমা হলে এক তরুণীকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ...