Saturday, July 19, 2025

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নে’ই

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ  প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার বার্ধক্য জনিত কারণে ঢাকার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ.. রাজেউন)।
মৃতুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ- রায়গঞ্জ উপজেলা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদফতর সম্পাদক শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।
তিনি ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ব্যপক উন্নয়ন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Previous article
Next article
কেন্দ্র ঘোষিত শ্রীপুর উপজেলা বিএনপি’র মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান। মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার সকালে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মেন ফটকের সামনে থেকে মৌন মিছিলটি বের হয় । মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে এসে দোয়ার অনুষ্ঠানে মিলিত হয়- দোয়ার অনুষ্ঠানে জুলাই আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও পঙ্গুত্তদের প্রতি দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন খামারপাড়া মাদ্রাসার মুহতামিম হাবিবুর রহমান হাবিব । এসময় উপস্থিত ছিলেন,মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড আব্দুর রশিদ, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান । জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান । উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জিয়াউল হক ফরিদ । শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ( অন্তর ) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম মকিদ হাসান । উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান । এছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেন্দ্র ঘোষিত শ্রীপুর উপজেলা বিএনপি’র মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান। মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর ...

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শ্রীপুর...

মনিহার সিনেমা হলে ত’রুণীকে অ’জ্ঞান ক’রে স’র্বস্ব লু’ট অ’ভিযুক্ত পরিচিত বন্ধু

স্টাফ রিপোর্টার: যশোর শহরের মনিহার সিনেমা হলে এক তরুণীকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ...

কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হুমায়ুন কবির(কালীগঞ্জ)ঝিনাইদহ প্রতিনিধিঃ সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয়তাবাদী...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারে প্রতিবাদ

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার,অপপ্রচারে প্রতিবাদে,ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ...