Tuesday, August 12, 2025

কৃষকদল নেতা হত্যায় ব্যবহৃত অস্ত্র যুবলীগ নেতার বাড়ি থেকে উদ্ধার আটক ৫ 

Date:

Share post:

অভয়নগর সংবাদদাতাঃ

যশোরের অভয়নগর উপজেলার আলোচিত নওয়াপাড়া পৌর কৃষক দল নেতা তরিকুল হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার সহ হত্যায় জড়িত ৫ আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত ১৫ জুলাই মঙ্গলবার থেকে ১৬ জুলাই বুধবার যশোর জেলার কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কেশবপুর, উপজেলার সারুটিয়া গ্রামের মোঃ মেহাজান গাজীর পুত্র মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত মোঃ ইজ্জত আলীর পুত্র মোঃ হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মোঃ নেছার আলী খাঁর পুত্র মো বিল্লাল খাঁ (৩৮), একই উপজেলার বুইকারা গ্রামের মোঃ জিয়ারুল খন্দকারের পুত্র মোঃ আবু হুরায়রা (২৫), ও বুইকারা ড্রাইভারপাড়া এলাকার মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ মেহেদী হাসান হৃদয় (২৮), উল্লেখ্য মেহেদী হাসান হৃদয় নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ।

জানা গেছে, অভয়নগরের আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্ৰেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত মঙ্গলবার থেকে বুধবার কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কৃষক দলনেতা তরিকুল ইসলাম হত্যা মামলার সাথে জড়িত আসামী মিন্টু গাজী, মোঃ হাসানুর রহমান, মো বিল্লাল খাঁ, মোঃ আবু হুরায়রা কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটক আসামীদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামী মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল আসামী হাসানুর রহমানের কাছে রেখে যায়।এরপর তরিকুল হত্যার মাষ্টারমাইন্ড এবং স্থানীয় এক নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি অপর আসামী বিল্লালের কাছে হস্তান্তর করে।

আসামী বিল্লাল কিছু দিন আগে পিস্তলটি অত্র থানাধীন বুইকারা এলাকার যুবলীগ নেতা মেহেদী হাসানের কাছে হস্তান্তর করে। পুলিশ ধৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা মেহেদী হাসান হৃদয় কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মতে তার বসতবাড়ির শয়ন কক্ষ হতে হত্যায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম আসামিদের আটকের বিষয় নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভয়নগর থানায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

প্রে’মের টা’নে চীন থেকে বি’রলে চীনা যুবক বিয়ের প্র’স্তুতিতে উৎসবের আ’মেজ

রতন শর্মা, দিনাজপুর প্রতিনিধি: প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন ইঞ্জিনিয়ার ইয়ং সং সং নামের এক যুবক। বাংলাদেশি তরুণীর...

সলঙ্গা  কুতুবের চর এলাকায়  অ’বৈধ মৎস্য আড়ৎ ব’ন্ধের দা’বিতে হাটিকুমরুলে মা’নব’বন্ধন

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলাকায় রাজস্ব ফাকি দিয়ে রাতারাতি গড়ে ওঠা...

নড়াইল সদর হাসপাতালে বিভিন্ন সং’কটে ব্যা’হত হচ্ছে চিকিৎসা সেবা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ৪০টি। এর মধ্যে ২০টিই খালি। রয়েছে তৃতীয় ও চতুর্থ...

কেশবপুরে জ’লাবদ্ধতা নিরসনের দা’বিতে মা’নববন্ধন ও স্মার’কলিপি প্রদান করা হয়েছে 

ইমরান হোসেন (কেশবপুর যশোর), প্রতিনিধি:  কেশবপুরে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেশবপুর উন্নয়ন...