
অভয়নগর সংবাদদাতাঃ
যশোরের অভয়নগর উপজেলার আলোচিত নওয়াপাড়া পৌর কৃষক দল নেতা তরিকুল হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার সহ হত্যায় জড়িত ৫ আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত ১৫ জুলাই মঙ্গলবার থেকে ১৬ জুলাই বুধবার যশোর জেলার কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কেশবপুর, উপজেলার সারুটিয়া গ্রামের মোঃ মেহাজান গাজীর পুত্র মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত মোঃ ইজ্জত আলীর পুত্র মোঃ হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মোঃ নেছার আলী খাঁর পুত্র মো বিল্লাল খাঁ (৩৮), একই উপজেলার বুইকারা গ্রামের মোঃ জিয়ারুল খন্দকারের পুত্র মোঃ আবু হুরায়রা (২৫), ও বুইকারা ড্রাইভারপাড়া এলাকার মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ মেহেদী হাসান হৃদয় (২৮), উল্লেখ্য মেহেদী হাসান হৃদয় নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ।
জানা গেছে, অভয়নগরের আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্ৰেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত মঙ্গলবার থেকে বুধবার কেশবপুর, মণিরামপুর এবং অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কৃষক দলনেতা তরিকুল ইসলাম হত্যা মামলার সাথে জড়িত আসামী মিন্টু গাজী, মোঃ হাসানুর রহমান, মো বিল্লাল খাঁ, মোঃ আবু হুরায়রা কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আটক আসামীদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামী মিন্টু গাজী একটি বিদেশী পিস্তল আসামী হাসানুর রহমানের কাছে রেখে যায়।এরপর তরিকুল হত্যার মাষ্টারমাইন্ড এবং স্থানীয় এক নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি অপর আসামী বিল্লালের কাছে হস্তান্তর করে।
আসামী বিল্লাল কিছু দিন আগে পিস্তলটি অত্র থানাধীন বুইকারা এলাকার যুবলীগ নেতা মেহেদী হাসানের কাছে হস্তান্তর করে। পুলিশ ধৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা মেহেদী হাসান হৃদয় কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য মতে তার বসতবাড়ির শয়ন কক্ষ হতে হত্যায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম আসামিদের আটকের বিষয় নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভয়নগর থানায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।