মো: আবু শাহান সেলিম মিয়া, রংপুর।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচীপূর্ণ বক্তব্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে গ্রান্ড হোটেল মোড়ে থেকে মিছিলটি বের হয়ে জীবনবীমা মোড়, প্রেসক্লাব পায়রা চত্বর , জাহাজ কোম্পানী মোড় হয়ে আবারও গ্রান্ড হোটেল মোড়ে আসে। সেখানে সমাবেশ করে তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সভাপতি ফারুক হোসেন, সদস্য সচিব ভারপ্রাপ্ত জিল্লুর রহমান জেমস , যুগ্ম সাধারণ সম্পাদত আকিবুর রহমান মনু প্রমুখ।
অন্যদিকে বেলা সাড়ে ১২ টায় নগরী গ্র্যান্ড হোটেল মোড় থেকে শুরু হয় মিছিলটি। পরে নগরীর দাবানল মোড়, জীবন বীমা মোড়, প্রেসক্লাব, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট মোড়, সিটি বাজার, টাউন হল পুলিশ লাইন্স মোড় কাচারী বাজার হয়ে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাভে করে তারা। এসময় বক্তব্য রাখেন মহানগর যুবদল আহবায়ক নুর নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলা মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, স্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে। সরকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে না। একটি চক্র তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছি। সরকার এসব নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে ও বলে জানান বক্তারা।