
মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত, প্রতিনিধি: ঢাকা, কামরাঙ্গীরচর:
ঢাকার আকাশে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি মেঘের আনাগোনা থাকলেও দুপুরের পর থেকে শুরু হয়েছে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি ধরনের বৃষ্টি। রাজধানীর কামরাঙ্গীরচর, মিরপুর, গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বজ্রপাতের বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
হঠাৎ বৃষ্টি আর সড়কে পানি জমে যাওয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। অফিস শেষ হওয়ার সময় ট্রাফিক জ্যাম আরও ভোগান্তি তৈরি করছে। অনেক যাত্রী রিকশা-সিএনজি না পেয়ে রাস্তার মোড়ে মোড়ে আটকে পড়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন বজ্রপাত ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।