
মোঃ আল ইমরান, নিজস্ব প্রতিবেদক:
গত ১০ জুলাই ২০২৫ দুপুর ০২ ঘটিকায় প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে শহিদুল শিক্ষা নিলয় থেকে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন গোল্ডেন+, ৬ জন এ+, ১৩ জন এ এবং ৩ জন এ মাইনাস পেয়েছে
প্রতিষ্ঠানটির পরিচালক জনাব শহিদুল ইসলাম বলেন, “এই সাফল্য আমাদের পরিশ্রম ও শিক্ষার্থীদের নিষ্ঠার ফসল। নিয়মিত পড়াশোনা, মেধাবী শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতায় আমরা আজকের এই ফলাফল অর্জন করতে পেরেছি। আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
অভিভাবকরা বলেন,”আমাদের মেয়েদের এই অর্জনে আমি অত্যন্ত গর্বিত। শহিদুল শিক্ষা নিলয় এর শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীর দিকে আলাদাভাবে খেয়াল রাখেন – এটিই আজকের এই সফলতার মূল কারণ।”
শিক্ষার্থীরা বলেন,”এই শহিদুল শিক্ষা নিলয় থেকে পড়ালেখা নয়, আমাদের অনুপ্রেরণাও দিয়েছে। নিয়মিত পরীক্ষা, গাইডলাইন এবং উৎসাহের জন্য আমি শিক্ষক ও পরিচালকের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও ভালো ফল করে সমাজে অবদান রাখতে চাই।”
এই ফলাফলের মাধ্যমে শহিদুল শিক্ষা নিলয় কোচিং সেন্টার আবারও প্রমাণ করল যে, সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও শিক্ষার প্রতি ভালোবাসা থাকলে যেকোনো প্রতিষ্ঠান থেকেই বড় সাফল্য অর্জন সম্ভব। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করে যাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।