Sunday, July 13, 2025

সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আজ লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ বৈকালে ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে লালবাজার অভিযান কর্মসূচি পালন করা হয়। পশ্চিম বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এই অভিযানের ডাক দেয় পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস।

আজ বৈকালে লালবাজার অভিযান কর্মসূচি তে কয়েক হাজার মানুষ মিছিল সহকারে বের হয় লালবাজার অভিমুখী লংমার্চের মাধ্যমে। তাদের দাবি অবিলম্বে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মহিলাদের সুরক্ষা দিতে হবে। ইস্কুল কলেজের মধ্যে শাসক দলের গুন্ডামি বন্ধ করতে হবে। এবং পুলিশের নিস্ক্রিয় তার ফলে আজ সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইস্কুল কলেজের মধ্যে ছাত্র ও ছাত্রীরা যৌন নিপীড়ন শিকার হতে হচ্ছে।

সেখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চুপ হয়ে গেছে। আগামী দিনে যাতে সাধারণ মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা যায় তার জন্য এই অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকারের নেতৃত্বে লালবাজার অভিযানে বিভিন্ন জেলা ও কলকাতার আশে পাশ থেকে হাজার হাজার ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীরা হাজির হয়।

আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও প্রদেশ কংগ্রেস এর রাজনৈতিক সচিব সৌরভ ঘোষ এবং প্রদেশ কংগ্রেস এর নেত্রী মায়া ঘোষ এবং কৃষ্ণা দেবনাথ আশুদি এবং প্রদেশ কংগ্রেস এর নেতা মোক্তার আহমদ ও আই এন টি ইউ সি র সভাপতি কামারুজ্জামান ও প্রমোদ পান্ডে এবং প্রদেশ কৃষক ক্ষেত মজদুর কংগ্রেস এর সভাপতি শ্রী তপন দাস ও প্রদেশ কংগ্রেস এর নেতা আশুতোষ মুখোপাধ্যায় এবং সাবেক মন্ত্রী ও এম পি প্রদীপ ভট্টাচার্য ও সামিম আহমেদ এবং অন্যান্য প্রদেশ কংগ্রেস এর নেতা ও কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্র’তিবাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২...

খাগড়াছড়ি,গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদ অফিস উদ্বোধন করেন

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস...

নড়াইলে আইডিইবি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মামুন সম্পাদক সালাম

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ১২...

তাড়াশে মানবিক সহায়তার ঘর পেলেন গৃহহী’ন হামিদা

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গৃহহীন হামিদা খাতুন সরকারি অনুদান ও মানুষের সহযোগিতায় টিনের নতুন ঘর...