খাগড়াছড়ি প্রতিনিধি
আওয়ামী লীগের দোসরদের পূর্নবাসনে প্রতিবাদ পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও কংকন চাকমাকে দ্রুত মন্ত্রণালয়ের থেকে অপসারণের দাবি জানাই । অন্তবর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রামের বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্মসচিব কংকন চাকমাকে বিরোধী খাদ্য শস্য ও নগদ অর্থ বরাদ্দ অনিয়মের ও বৈষম্য তুলে খাগড়াছড়ি সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন,ত্রিপুরা ও মারমা সচেতন সমাজ, সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পদত্যাগ ও কংকন চাকমাকে অপসারণ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রুমেল মারমা । লিখিত বক্তব্য তিনি বলেন সুপ্রদীপ চাকমা উপদেষ্টা হিসেবে পর প্রকল্প বন্টন এবং খাদ্য শস্য ও অর্থ খাদ্য বরাদ্দের অনিয়মের করছেন। বরাদ্দে ক্ষেত্রে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদের জনগোষ্ঠীর মানুষের বঞ্চিত ও বৈষম্য শিকার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পদত্যাগ ও কংকন চাকমাকে অপসারণের করা , জেলা প্রকল্প বরাদ্দের সমবণ্টনের আঞ্চলিক পরিষদ , জেলা পরিষদের মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধি নিশ্চিত করতে হবে। আগামী সাত দিনের মধ্যে এই দাবিতে না মানলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় লাগাতার অবরোধ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ার দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সূর্য কিরণ ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, উক্রাচিং মারমা, চিংলামং মারমা, রুমেল মারমা, মিনুচিং মারমা, সিমা ত্রিপুরা, ম্রেচাই মারমা প্রমূখ।