Sunday, July 20, 2025

একুশে জুলাই শহীদ স্মরণ দিবস থেকে ২০২৬ সালের নির্বাচনে গিয়াসউদ্দিন মোল্লাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা, মনোয়ার ইমাম:

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এবং বিধায়ক ভবনে অনুষ্ঠিত হলো একুশে জুলাই শহীদ স্মরণ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য বাপি হালদার সকল নেতা-কর্মীদের আগামী ২১ জুলাই শহীদ দিবসের কর্মসূচিতে রাজপথ ভরানোর আহ্বান জানান।

তিনি বলেন, একুশে জুলাই শুধু একটি তারিখ নয়, এটি আমাদের ত্যাগের প্রতীক। ১৯৯৩ সালে রাজপথে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ১৩ জন তৃণমূল কর্মী। সেই দিনটি আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়। সেই দিনের স্মরণেই প্রতি বছর আমরা পালন করি শহীদ স্মরণ দিবস।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুন্দরবন জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার দলীয় ঐক্যবদ্ধতা এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সেই সময় পুলিশি বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। সেই স্মৃতি আমাদের জয় করার প্রেরণা দেয়।

এই সভা থেকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মগরাহাট পশ্চিম কেন্দ্র থেকে গিয়াসউদ্দিন মোল্লাকে পুনরায় নির্বাচিত করার ডাক দেন দলীয় নেতারা। জয়দেব হালদার বলেন, গিয়াসউদ্দিন মোল্লা একজন জননেতা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন। তার মাধ্যমে গণউন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে প্রতিটি অঞ্চলে। মগরাহাট পশ্চিমের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত করতেই হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন—

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা

জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি

উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের সদস্য সঙ্গীতা হালদার

কর্মধক্ষ্য রহমতুল্লাহ লস্কর

শিরাকোল অঞ্চল প্রধান আব্দুর রহিম মোল্লা

ব্লক তৃণমূল নেতা নাজমুল দপ্তরী ও সাবির লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে গিয়াসউদ্দিন মোল্লা আগত নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আমরা আরও বহু কাজ করে যেতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কামরুল ইসলামকে সভাপতি করে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোঃ এমদাদ,  মাগুরা প্রতিনিধি: মাগুরা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী...

রংপুরে সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১,আহত অর্ধশতাধিক

  আবু শাহান সেলিম মিয়া, রংপুর।। রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি সিএনজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে...

ভারতের কমিউনিস্ট নেতা ও আদিবাসী গ’ণহ’ত্যার প্রতিবা’দে স্মরণ ও প্রতিবা’দ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)'র সাধারণ সম্পাদক মহান মাওবাদী নেতা শহিদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও...

কেন্দ্র ঘোষিত শ্রীপুর উপজেলা বিএনপি’র মৌন মিছিল ও দোয়ার অনুষ্ঠান। মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি•• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর ...

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে , কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা শ্রীপুর...